G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

নিজের মাতৃভূমি থেকে ঘুরে গেলেন আরেক দেশ প্রেমিক -রত্না চক্রবর্ত্তী,তাঁর কিছু স্মৃতি কথা

0

 

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী: বাংলাদেশের বোয়ালখালী থানার সুপরিচিত আমাদের কানুনগোপাড়া গ্রামের বিখ্যাত দত্ত পরিবারের সৌজন্যে বান্ধব – পাঠাগার টি আমাকে ভীষণ আকর্ষণ করে । এতো সুন্দর একটি গ্রহন্থাগার বাংলাদেশে আর কোথাও কেউ দান করেছেন কিনা আমার জানা নেই । কিন্তু আমি হতাশ, প্রায় সময়ই পাঠাগারটি বন্ধ পেয়েছি । যে উদ্দেশ্যে দত্ত পরিবার এটা নির্মাণ করেছেন, তা যথাযথ পরিচালনার অভাবে বিফলতায় পরিণত হচ্ছে, এতো দুর্ভাগ্য আমাদের প্রজন্মের। তাদের শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার মতো উপযুক্ত লোকের বড়ো অভাব। বাংলাদেশের বোয়ালখালী থানার কানুনগোপাড়া গ্রামের সুযোগ্য সন্তান বাংলাদেশের প্রাক্তন ভারতীয় রাষ্ট্রদূত শ্রদ্ধেয় শ্রী সুবিমল দত্ত মহাশয় এর মা এর নামে উনাদের দানে গ্রামের মুক্তকেশী উচ্চ বালিকা বিদ্যালয় গ্রামের হাজার হাজার মেয়েকে উন্নতির উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে । দত্ত পরিবারের আর একটি রত্ন ডক্টরেট ডিগ্রি নিয়ে জীবনের শেষদিন পর্যন্ত চট্টগ্রামের চট্টেশ্বরী রোডের শ্রীকৃষ্ণমন্দিরে প্রধান সেবায়েত হয়ে সন্যাস জীবন অতিবাহিত করেছেন । উনাদের নিঃস্বার্থ দান এখনো এই অঞ্চলের মানুষকে মানুষ হিসেবে গড়ে তুলতে একটি উল্লেখযোগ্য অবদান । তাই আজ এই স্বনামধন্য দত্ত পরিবার , যাদের১১টি সন্তান – ১১টি রত্ন, তাঁদের প্রণাম জানিয়ে শ্রদ্ধাভরে স্মরণ করছি

সি-তাজ.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.