G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

বোয়ালখালীতে করোনার টিকা প্রদান উদ্বোধন করলেন মোছলেম উদ্দীন আহমদ

0

 

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী: বিশ্বের অন্যান্য জায়গার মত বাংলাদেশ ও করোনা টিকা প্রদান চলছে। বোয়ালখালীতে করোনার টিকা কার্যক্রমের উদ্বোধন করেছেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদ।
রবিবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ জিল্লুর রহমানকে টিকা প্রদানের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করেন। হাসপাতাল সূত্রে মতে জানাযায় বোয়ালখালীতে প্রাথমিক ভাবে ১৩হাজার ৩৭০ টি ভ‍্যাকসিন পাওয়া গেছে। স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি কেন্দ্রের মাধ‍্যমে নিবন্ধন কৃতদের এই টিকা প্রদান করা হচ্ছে। কোভিড-১৯ টিকা গ্রহণের জন্য surokkha.gov.bd এ রেজিস্ট্রেশন করে কোভিড-১৯ টিকা গ্রহণ করা যাবে।
মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেন,
আমাদের দেশে যে পরিমাণ লোক মারা গেছেন, তার তুলনায় উন্নত রাষ্ট্রে অনেক বেশি লোক মারা গেছে। সৃষ্টি কর্তার অসীম কৃপায় আমরা অনেক ভালো আছি।
বিশ্বের অনেক উন্নত রাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ করোনার টিকা কর্মসূচি বাস্তবায়ন করছে। এটি একমাত্র প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় সম্ভব হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনের সভাপতিত্বে টিকা প্রদান কার্যক্রমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহ-সভাপতি রেজাউল করিম বাবুল।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.