G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার ২১১তম বার্ষিক সভা- ২০২১ অনুষ্ঠিত

0

 

রাহবারে বায়তুশ শরফ আলহাজ্ব মাওলানা শাহ আব্দুল হাই নদভী (ম.জি.আ.) এর সভাপতিত্বে ১৮১০ সালে প্রতিষ্ঠিত চুনতী হাকিমিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসার ২১১তম বার্ষিক সভা ১১ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার সকাল ৮টা হতে লোহাগাড়া চুনতী হাকিমিয়া কামিল মাদরাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শাহে আলম’র পরিচালনায় বাদে ফজর খতমে কোরান ও তাহলিল এর মাধ্যমে শুরু হয়ে দিনব্যাপী এই মাহফিল আরম্ভ হয়। উপ-অধ্যাক্ষ মাওলানা মুহাম্মদ ফারুক হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আহসান উল্লাহ (আহসান সাইয়্যেদ)।


মুহাদ্দিস মাওলানা কামাল উদ্দিন ও মাওলানা জিয়াউল করিমের যৌথ সঞ্চালনায় মাহফিলে আর উপস্থিত ছিলেন ড.এনামুল হক, অধ্যক্ষ মাহমুদুল হক, ড. মুহিউদ্দিন মাহি, অধ্যক্ষ নুরুল আজীম, অধ্যক্ষ আবু ছালে মুহাম্মদ সলিমুল্লাহ, অধ্যক্ষ আবু বকর, অধ্যক্ষ ওয়াহিদ, অধ্যক্ষ আবু মুসা খালেদ জামিল, অধ্যক্ষ নুরুল আলম, ভাইস চেয়ারম্যান ইব্রাহীম,১৯দীন ব্যাপী মাহফিলে সিরাতুন্নবী (সাঃ) মতোয়াল্লী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ,

আনজুমানে তোলবায়ে সাবেকীনের সভাপতি মাওলানা মমতাজুর রহমান, মুহাম্মদ ওলিউদ্দিন, উপ-অধ্যক্ষ মাওলানা আবদুল মালেক, উপ-অধ্যক্ষ মাওলানা ওসমান গনী, প্রফেসর শাব্বির আহমদ, পিউরিয়া ফুড প্রোডাক্টস লিঃ এর ব্যাবস্থপনা পরিচালক মুহাম্মদ কফিল উদ্দিন, শাহ মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক ইবনে দিনার নাজাত,অধ্যাক্ষ মাওলানা হামিদুর রহমান,অধ্যাক্ষ মাওলানা আবদুল খুদ্দুছ,মাওলানা শরীয়তুল্লাহ জিহাদী, মাওলানা মহিউদ্দিন মাহবুব এবং দেশ-বিদেশের অসংখ্য আলেম-ওলামা, পীর-মশায়েখ, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবি, সাহিত্যিক, সমাজসেবক, ব্যবসায়ী, দানবীর ও সরকারি উচ্চ পদস্থ ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনসাধারণ।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.