চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী,অবিভক্ত চট্টগ্রাম জেলা আওয়ামীলীগের প্রচার ও দপ্তর সম্পাদক ও খ্যাতিমান কলামিষ্ট মিয়া আবু মোহাম্মদ ফারুকীর ৮৮তম জন্ম জয়জয়ন্তী স্মরণে এক সাহিত্য সন্ধ্যা গত সোমবার রাতে ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে আলোচনা,গান ও আবৃত্তি অংশগ্রহণ করেন সংঠনের সভাপতি বাবুল কান্তি দাশ,সহ সভাপতি বিজয় শংকর চৌধুরী,সাংবাদিক সুজিত কুমার দাশ,মুক্তিযোদ্ধাে এস,এম,লিয়াকত হোসেন, সঙ্গীতশিল্পী লুপর্ণা মুৎসুদ্দী, কাকলী দাশগুপ্তা, কবি আসিফ ইকবাল, সাফাত বিন সানাউল্লাহ, সুমন চৌধুরী, প্রীতম আচার্য,কাব্য দাশ,শিহাব রহমান,প্রমুখ। সভায় বক্তারা বলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, লেখক ও কলামিস্ট মরহুম মিয়া আবু মোহাম্মদ ফারুকী ছিলেন রাজনীতির শুদ্ধ পথের সারথি। বাংলাদেশের বিভিন্ন গণআন্দোলনে তিনি অসামান্য অবদান রেখেছিলেন। চট্টগ্রামের আওয়ামী লীগের রাজনীতিকে সুসংগঠিত করতে তাঁর ভূমিকা ছিলো গৌরবোজ্জ্বল।