প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী: বোয়ালখালী পুলিশের বিশেষ অভিযানে ৩জনকে গ্রেফতার করেছে। জানা যায়, ১০/০২/২০২১ বোয়ালখালী থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ০১ টি সাজা জিআর, ০২ টি সিআর সহ মোট ০৩ টি গ্রেফতারী পরোয়ানা তামিল। বোয়ালখালী থানার এসআই (নিঃ) মোঃ ছালামত উল্লাহ সঙ্গীয় এএসআই (নিরস্ত্র) মোঃ ইসমাইল হোসেন, এএসআই (নিঃ) মোঃ ইব্রাহিম খলিল, এএসআই (নিরস্ত্র) রতন কুমার মল্লিকসহ উক্ত তারিখে অভিযান পরিচালনা করে সিআর ৭৮/১৮, ধারা- যৌতুক নিরোধ আইন ৪ এর ০১ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত আসামী মোঃ রাশেদ, পিতা- মৃত হাবিবুর রহমান, মাতা- ছেনোয়ারা বেগম, সাং- চরখিজিরপুর, থানা- বোয়ালখালী, জেলা- চট্টগ্রামকে সিআর সাজা পরোয়ানা মূলে তাদের নিজ ঘর হতে গ্রেফতার করে।
বোয়ালখালী থানার এএসআই (নিরস্ত্র) রতন কুমার মল্লিক সঙ্গীয় ফোর্স সহ গত ১০/০২/২০২১ ইং তারিখে বিশেষ অভিযান পরিচালনা করিয়া নারী ও শিশু নির্যাতন মামলা নং-৩৪১/১৯, ধারা- ২০০৩ এর ১১(গ) এর সিআর পরোয়ানাভুক্ত আসামী শফিকুল আলম, পিতা- নুরুল ইসলাম, সাং- পোপাদিয়া, ডাকঘর- খরনদ্বীপ, থানা- বোয়ালখালী, জেলা- চট্টগ্রামকে সিআর পরোয়ানা মূলে তাহার নিজ বসত ঘর হতে গ্রেফতার করে।
বোয়ালখালী থানার এএসআই (নিরস্ত্র) মোঃ আক্তার হোসেন সঙ্গীয় ফোর্স সহ ১১/০২/২০২১ ইং তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে সিআর ৯৭/১৯, ধারা- ৪১৭/ ৪২০/ ৪০৮/ ১০৯ দঃ বিঃ এর পরোয়ানাভুক্ত আসামী সঞ্জয় দেব, পিতা- চন্দন দেব, সাং-বিদগ্রাম, ০৯ নং ওয়ার্ড, পো- কানুনগো পাড়া, থানা- বোয়ালখালী, জেলা- চট্টগ্রামকে সিআর গ্রেফতারী পরোয়ানা মূলে তাহার নিজ ঘর হতে গ্রেফতার করে। উক্ত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সি-তাজ২৪.কম/এস.টি