G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

বাঁশখালীতে উদ্ধারকৃত গন্ধগোকুল ইকোপার্কে অবমুক্ত

0

মুহাম্মদ মিজান বিন তাহের,বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া  ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাইমাঝি পাড়া রমজান আলীর বাড়ী থেকে স্থানীয়রা আটক করে বিপন্ন প্রজাতির প্রানী গন্ধগোকুল । আটককৃত গন্ধগোকুলটি স্থানীয়দের কাছ থেকে উদ্ধার করে অবশেষে বাঁশখালী ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে। আটককৃত গন্ধগোকুলকে রবিবার ২১ ফেব্রুয়ারী  দুপুরে বন বিভাগের সহযোগিতায় বাঁশখালী ইকোপার্কে অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আতিকুল ইসলাম,জলদী অভরন্য রেইঞ্জকর্মকর্তা  ও ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ সহ জলদী ও পুইছুড়ির বিঠ কর্মকর্তারা।
ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, বাঁশখালী কাথরিয়ায় উদ্ধার হওয়া নিশাচর ও স্তন্যপায়ী প্রাণী গন্ধগোকুলটির ওজন প্রায় ৪-৫ কেজি। এটি সুস্থ রয়েছে। উদ্ধার হওয়া গন্ধগোকুল দেখতে বিড়ালের ন্যায়। শরীরের পশম ধুসর। শরীরে বিভিন্ন ধরনের রংয়ের সারি ও কালো ছোপ ছোপ দাগ রয়েছে। এরা একাকী নির্জন পরিবেশে থাকতে পছন্দ করে। সাধারণত গভীর রাতে শিকার এবং খাবার সংগ্রহের উদ্দেশ্যে বের হয়ে আসে। গন্ধগোকুল সর্বভুক হলেও সে মাংসাশী প্রাণী। ইঁদুরও যেমন খায় তেমনি আবার আম, আনারস, তরমুজ, কলা, ছোট পাখি, টিকটিকি, ছোট সাপ, ব্যাঙ খেয়ে থাকে। অব্যাহতভাবে বন ধ্বংসের কারণে খাদ্য ও বাসস্থান-সংকটে বন্য প্রাণী বিভিন্ন বাসাবাড়িতে লোকালয়ে ঢুকে পড়ছে।

Leave A Reply

Your email address will not be published.