কক্সবাজারের রামুতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত, ৪ লক্ষ ইয়াবা, পিস্তল ও গুলি উদ্ধার।
আবদুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি
কক্সবাজারের রামুতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দেলোয়ার হোসেন (২৮) নামের মাদক কারবারি নিহত হয়েছে। এ সময় তার কাছ থেকে প্রায় ৪ লক্ষ ইয়াবা, একটি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়।
বুধবার (৩ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে রামু রাবার বাগান ভিতরে পাহাড়ের ডালে এই ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন টেকনাফের উত্তর জালিয়াপাড়া এলাকার কালা মিয়ার ছেলে।
র্যাব-৭ এর লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।