প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী:বোয়ালখালী প্রেসক্লাবের নব গঠিত কমিটির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে ১৭ মার্চ বিকালে বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মোঃ ফারুক ইসলাম (মানিকের)সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মঞ্জুর মোর্শেদ, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি মঞ্জুর আলম মাষ্টার, সাবেক সভাপতি মোঃ লোকমান চৌধুরী, সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) অধীর বড়ুয়া, সিনিয়র সহ সভাপতি এডভোকেট সেলিম চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ইয়াছিন চৌধুরী মিন্টু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক প্রভাস চক্রবর্তী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম নাঈম উদ্দিন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বোয়ালখালী পৌরসভার প্যানেল মেয়র জোবাইদা বেগম, বোয়ালখালী উপজেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি ইলা বড়ুয়া, সাবেক মেম্বার মোঃ আজিম প্রমুখ। বোয়ালখালী প্রেস ক্লাবের সকল সাংবাদিকরা উক্ত জন্মদিন উপলক্ষে কেক কেটে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়
সি-তাজ২৪.কম/এস.টি