অনলাইন ডেস্ক: আইনী সহায়তা সেল গঠন করেছে ছাত্রলীগ। অর্থনৈতিকসহ নানা প্রতিবন্ধকতায় যারা আইনী সেবা থেকে বঞ্চিত, বিনামূল্যে তারাই পাবেন এই সেবা। সংগঠনিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রলীগের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থী ও অসহায় নিপীড়িত মানুষ যারা আর্থিক ও অন্যান্য সীমাবদ্ধতার কারণে আইনগত অধিকার থেকে বঞ্চিত তাদেরকে যৌক্তিক আইনী সহায়তা দেবে এই সেল। সংগঠনটির আইন বিষয়ক সম্পাদক ফুয়াদ হোসেন শাহাদাতের নেতৃত্বে আরো ৫ জন উপ-আইন সম্পাদক এই দায়িত্ব পালন করবেন। তারা হলেন, সুজন শেখ, বিএম শরিফুল ইসলাম সবুজ, শাহেদ খান, শাহাদাতুল হাসান আল মুরাদ ও আপন দাস।
সি-তাজ২৪.কম/এস.টি