বিশ্ব বরেণ্য অলিকুল সম্রাট আশেকে রাসুল (স.),১৯ দিনব্যাপী ঐতিহাসিক সীরতুন্নবী (স.) মাহ্ফিলের প্রবর্তক হযরত শাহ্ মাওলানা হাফেজ আহমদ (রহ.) শাহ্ ছাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত পবিত্র লায়লতুন্নীসফে মিন শা’বান মাহ্ফিল আগামীকাল ২৯ মার্চ ২০২১ইং সোমবার বাদে আছর হতে চুনতী সীরত ময়দানে অবস্থিত মসজিদে বায়তুল্লায় অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিলে আপনাদের উপস্থিতি কামনা করেন মতোয়াল্লী কমিটির সভাপতি শাহজাদা মাওলানা মুহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ।