G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

বাঁশখালীতে হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু

0

মুহাম্মদ মিজান বিন তাহের,বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে নুর মুহাম্মদ (৬০) নামে এক বৃদ্ধ কৃষক ঘটনাস্থলেই নিহত হয়েছে। বুধবার (৩১ মার্চ) দুপুরে  উপজেলার জঙ্গল গুনাগরি কেইসছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুর মুহাম্মদ কলীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পূর্ব গুনাগরী গ্রামের দেওয়ান আলীর বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে। নিহত নুর মুহাম্মদ ১ পুত্র ও ৬ কন্যা সন্তানের জনক । স্থানীয় ও  প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, নুর মুহাম্মদ প্রতিদিনের মতো তার নিজের লিচু বাগানে কাজ করতে গেলে এসময় খাদ্যের খোঁজে পাহাড় থেকে নেমে আসা দলছুট একটি হাতি পেছন থেকে তাকে আক্রমণ করলে তার শরীরের বিভিন্ন অংশ থেঁথলা করে ফেলে। এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে কালীপুর রেঞ্জ অফিসার মুহাম্মদ আলাউদ্দিন বলেন, বন্য হাতির আক্রমনে আমরা খুবই অতংকিত । বন্য হাতি মানুষের ঘরবাড়ি, মানুষ হত্যা , ফসল নস্ট এবং বন বিভাগের বাগান নস্ট করতেছে প্রতিনিয়ত। বনবিভাগের বাগান প্রতিনিয়ত নস্ট করে বন্য হাতির পাল। যার কারনে ইতিমধ্যে আমরা বাঁশখালী থানায় সাধারণ ডাইরী ও করেছি। ইদানিং সাধনপুর ও কালীপুর এলাকায় বন্য হাতি লোকালয়ে  বেপরোয়া হয়ে বারবার  আক্রমণ করতেছে। বর্তমানে আমরা ও বন্য হাতির আতংকে আছি। অনেক সময় আমাদের অফিস ও চলে আসে । আজকেও  হাতির আক্রমণে নুর মুহাম্মদ নামে একব্যক্তি নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের জন্য উর্ধ্বতন কতৃর্পক্ষকে অবহিত করা হবে বলে  তিনি জানান।

Leave A Reply

Your email address will not be published.