বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাক হানাদার বাহিনীর হাতে বন্দী হওয়া বেগম খালেদা জিয়া আজো কারাগারে থাকা দুঃখজনক বলে মন্তব্য করেছেন। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা। ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে বিএনপির মহাসচিব বলেন, পাক হানাদার বাহিনীর হাতে বন্দী হওয়া বেগম খালেদা জিয়া আজো কারাগারে থাকা দুঃখজনক।
তিনি আরো বলেন, ভারতের এনআরসি বাংলাদেশসহ পুরো উপমহাদেশে সংঘাত ও অস্থিতিশীলতা তৈরি করছে।