মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন ওই ‘নীরব এলাকা’ বাস্তবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন।
এর ফলে এখন থেকে পল্টন মোড় ও সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকায় চলাচলকারী যানবাহন হর্ন বাজাতে পারবে না। এ নিয়ম ভাঙলে বুধবার থেকে শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
মঙ্গলবার সকালে সচিবালয়ে ১ নম্বর গেইটের সামনে বেলুন উড়িয়ে এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন মন্ত্রী।
বুধবার থেকে সচিবালয়ের চারপাশের সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে জানিয়ে পরিবেশমন্ত্রী বলেন, “শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬’ অনুযায়ী ‘নীরব জোন’ এলাকায় হর্ন বাজালে প্রথমবার সর্বোচ্চ ১ মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।
একই অপরাধ পরবর্তী সময়ে করলে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হতে হবে।
হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে নীরব এলাকার বাস্তবায়ন করা যাচ্ছে না কেন জানতে চাইলে মন্ত্রী বলেন, “পরবর্তী সময়ে আমরা সেখানেও বাস্তবায়নে যাব।”
‘নীরব এলাকা’ উদ্বোধনের আনুষ্ঠানিকতা সারা হলেও সচিবালয় সংলগ্ন সড়কে আগের মতই হর্ন বাজাতে দেখা গেছে যানবাহন চালকদের।
মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন ওই ‘নীরব এলাকা’ বাস্তবায়ন কার্যক্রমের উদ্বোধন করেনএর ফলে এখন থেকে পল্টন মোড় ও সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকায় চলাচলকারী যানবাহন হর্ন বাজাতে পারবে না। এ নিয়ম ভাঙলে বুধবার থেকে শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
মঙ্গলবার সকালে সচিবালয়ে ১ নম্বর গেইটের সামনে বেলুন উড়িয়ে এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন মন্ত্রী।
বুধবার থেকে সচিবালয়ের চারপাশের সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে জানিয়ে পরিবেশমন্ত্রী বলেন, “শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬’ অনুযায়ী ‘নীরব জোন’ এলাকায় হর্ন বাজালে প্রথমবার সর্বোচ্চ ১ মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।
একই অপরাধ পরবর্তী সময়ে করলে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হতে হবে।
হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে নীরব এলাকার বাস্তবায়ন করা যাচ্ছে না কেন জানতে চাইলে মন্ত্রী বলেন, “পরবর্তী সময়ে আমরা সেখানেও বাস্তবায়নে যাব।”
‘নীরব এলাকা’ উদ্বোধনের আনুষ্ঠানিকতা সারা হলেও সচিবালয় সংলগ্ন সড়কে আগের মতই হর্ন বাজাতে দেখা গেছে যানবাহন চালকদের।
এমনকি সচিবালয়ের ভেতরে প্রবেশ করা ও সচিবালয় থেকে বের হওয়া গাড়ির চালকরাও হর্ন বাজিয়ে চলেছেন।
হর্ন বাজানোর ওপর নিষেধাজ্ঞা নিয়ে আরও প্রচার চালানো উচিত বলেও মন্তব্য করেন।
ctaj24.com/st