আগামী ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের লালদিঘির ময়দানে দরবারে গারাংগিয়া ত্বরিকত সম্মিলন-২০২০ উপলক্ষে এন্তেজামিয়া কমিটির জরুরী প্রস্তুতি সভা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এন্তেজামেয়া কমিটির কো-চেয়ারম্যান প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ এর সভাপতিত্বে ত্বরিকত সম্মিলনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে জানানো হয় অনিবার্য কারণবশত দরবারে গারাংগিয়া ত্বরিকত সম্মিলন-২০২০ স্থগিত করা হয়েছে।
দরবারে গারাংগিয়া ত্বরিকত সম্মিলন-২০২০ স্থগিত হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। দরবারে গারাংগিয়া ত্বরিকত সম্মিলন-২০২০ পুনরায় তারিখ নির্ধারিত হলে আপনাদের জানানো হবে। এসময় উপস্থিত ছিলেন এন্তেজামেয়া কমিটির চেয়ারম্যান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ সালাম, কো-চেয়ারম্যান লেখক ও গবেষক আহমদুল ইসলাম চৌধুরী, সচিব মাওলানা আমিনুল ইসলাম আমিন, মোজাহেরুল হক চৌধুরী, শাহাজাদা মঈনুদ্দিন মজিদি, আহমদ হোসাইন চৌধুরী, সাহাব উদ্দিন চৌধুরী, মাস্টার মীর আহমদ, মোজাফ্ফর আহমদ মনির, আমান উল্লাহ আমান, আবদুল খালেক চৌধুরী, এস.এম.ইকবাল চৌধুরী, শাহাজাদা হোসেন মোহাম্মদ এরশাদ, এম. মাহাবুবুল আলম জনি, আবদুল মান্নান চৌধুরী, নুরুল আলম খান, আবদুল আলীম, মোঃ নাসির উদ্দিন, সাংবাদিক মোঃ সোহেল তাজ।
সি-তাজ২৩.কম/এস.টি