বিশ্বব্যাপী মহামারী করোনা এখন সমগ্র বিশ্বের মানুষের পাশাপাশি বাংলাদেশের মানুষকেও অনেকটা ঘরবন্ধী আর চরম অস্থিরতার মধ্যে আবদ্ধ রেখেছে। এ অবস্থায় সরকার ইতিমধ্যে ১১ এপ্রিল ছুটি গণ পরিবহন সহ নানা কার্যকরী পদকেপ গ্রহণ করেছে যা সবই জন মানুষের কাছে প্রশংসনীয় হচ্ছে। আর এ অবস্থায় গতকাল ৬ এপ্রিল পর্যন্ত অনেক কলকারখানা গার্মেন্টস ও শিল্প-কারখানা এখনো চালু রাখার খবর আমরা পাচ্ছি । এ আর খোলার সিদ্ধান্ত অনেকটা আত্তঘাতী। লাক লাক মানুষ রাস্তায় হেটে হেটে কল কারখানায় ও গার্মেন্টসে চাকরী করতে গেলেতো করোনার ভয়াবহতা বেড়ে যাবে। তাই অতি দ্রুত বন্ধ না হওয়া সকল কল কারখানা গার্মেন্টস বন্ধের দাবী জানিয়েছেন চট্টগ্রাম নাগরিক স্বার্থ সংরক্ষণ সংগ্রাম পরিষদের সভাপতি সাংবাদিক সুজিত কুমার দাশ ও সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল আবছার। এক যুক্ত বিবৃতিতে তারা অবিলম্বে কলকারখানা, গার্মেন্টসসহ সকল শিল্প কলকারখানা করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ রাখার জোরালী দাবী জানান বর্তমান সরকারের নিকট। সাথে সাথে চট্টগ্রামকে লকডাউন করার ব্যাপারে জরুরী সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়। এ ছাড়া সকলকে সরকারি নির্দেশনায় নিজ নিজ ঘরে থাকার অনুরোধ করা হয়।