G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

চট্টগ্রামের তরুণ সাংবাদিক গোলাম সরোয়ার নিখোঁজ।

0

 

আজকের সূর্যোদয় চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার, সিটিজি নিউজ বিডি ডট কমের নির্বাহী সম্পাদক ও প্রকাশক। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য, চন্দনাইশ মিডিয়া ক্লাবের কোষাধ্যক্ষ। অসম্ভব প্রাণবন্ত, মিশুক, সাদা মনের মানুষ। বৃহস্পতিবার সকাল ৯টায় ব্যাটারি গলির তার নিজ বাসা থেকে বের হয়, এরপর থেকে সে নিখোঁজ । মোবাইল ফোন ও বন্ধ। কোথাও খোঁজ মিলছে না।
অসহায় স্ত্রী, সন্তানরা কাঁদছে। পরিবারের সদস্য, সহকর্মী সবাই উদ্বিগ্ন। সরোয়ার কোথায়? বলতে পারছে না কেউ। কোতোয়ালী থানায় জিডি (নম্বর ২২৩৩) করেছেন আজকের সূর্যোদয়ের সহকারী সম্পাদক জুবায়ের সিদ্দিকী। পুলিশের উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা সর্বোচ্চ চেষ্টা করছেন।
নিশ্চয়ই সরোয়ার ফিরে আসবে, ওর কলিজার টুকরো ২ শিশু সন্তানকে বেশিক্ষণ অপেক্ষায় রাখবে না। সহকর্মীদের, প্রিয়জনদের এভাবে উৎকন্ঠায় রাখবে, সরোয়ার এমন ছেলে নয়!
প্লিজ, সবার প্রার্থনায় সরোয়ারকে রাখুন। চেরাগি মোড় আবার উদ্ভাসিত হোক এই তরুণ সাংবাদিকের সারল্যময় হাসিতে! আল্লাহ সহায় হোক

সি-তাজ.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.