দাওয়াতের মাধ্যমে ইসলামের অগ্রগতি ও বিকাশ সাধিত হয়
আন্তর্জাতিক ১৯ দিন ব্যাপী ৫০তম মাহফিলে সীরতুন্নবী (স.)’র ৯ম দিবসে বক্তারা বলেন
লোহাগড়া প্রতিনিধি: শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (স.) এর ৫০তম মাহফিলের ৯ম দিনের অনুষ্ঠানে ৬ নভেম্বর, ২০২০ শুক্রবার সম্পন্ন হয়েছে। সীরতুন্নবী (স.) মাহফিল মোতাওয়াল্লী কমিটির সভাপতি ও শাহ্ সাহেব কেবলার দৌহিত্র শাহজাদা মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা করেন আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা আবু মুসা খালিদ জামিল, চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা আবদুল হামিদ, খদিজাতুল ক্বোবরা (রা.) মহিলা মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা শিহাব উদ্দীন, কক্সবাজার খুরুশকুল তাফহীমুল কুরআন আলিম মাদরাসার আরবি প্রভাষক মাওলানা জয়নুল আবেদীন।
বক্তারা বলেন, দাওয়াতে দ্বীন ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ। মানবজীবনে ইসলামের অস্তিত্ব নির্ভর করে দাওয়াতি কাজের ওপর। আল্লাহ তায়ালা যুগে যুগে যত নবী-রাসূল প্রেরণ করেছেন তাঁদের সকলেরই দায়িত্ব ছিল মানুষের নিকট ইসলামের দাওয়াত পৌঁছে দেয়া। দুনিয়া ও আখেরাতের কল্যাণ সাধন ও সফলতার বন্ধ তালা একমাত্র দাওয়াতে দ্বীন খুলে দিতে পারে। মানবতার বিবেক ও মানব উন্নয়ন ও বিকাশের দরজার তালা দাওয়াতি কাজই কেবল খুলে দিতে পারে। দাওয়াতি কাজ মানে ইসলাম প্রচার-প্রসারের কাজ। দাওয়াতের মাধ্যমেই ইসলামের ব্যাপক প্রসার ঘটে। মুসলিম জাতির বিস্ততি লাভ করে। ইসলামের প্রথম প্রকাশ ঘটে দাওয়াতের মাধ্যমে। দাওয়াতের মাধ্যমে ইসলামের অগ্রগতি ও বিকাশ সাধিত হয়।
নির্মিত হয় ইসলামী সমাজ ও সভ্যতা। উম্মাহর উত্থানে দ্বীনি দাওয়াতি কাজের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল। দাওয়াত মুসলিম উম্মাহর পুষ্টি সাধন করে। দাওয়াতে দ্বীন ইসলামী সভ্যতা বিনির্মাণের প্রাথমিক সোপান। চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাফিজুল হক নিজামী ও উপাধ্যক্ষ ফারুক হোসাইনের যৌথ সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতাওয়াল্লী কমিটির সহ-সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম কবির,মোহাম্মদ আবু তাহের,ইসমাইল মানিক,সাংগঠনিক সম্পাদক শাহজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত,মুহাম্মদ মাহবুবুল হক,আবদুল ওয়াহেদ খালেদ,মাহফিল পরিচালনা কমিটির সদস্য ওলি উদ্দিন মুহাম্মদ,কাজী আরিফ,সাইফউদ্দিন তারেক,তৈবুল হক বেদার,মুহাম্মদ ফুরকান হোসেন চৌধুরী, হাফেজ মাওলানা কবির আহমদ, মাওলানা মুহাম্মদ নুরুল আমিন, তারেক মনোয়ার, হাফেজ মুহাম্মদ শাহ জাহান প্রমুখ। খোৎবায়ে ছদর, মিলাদ শরীফ, মুনাজাত ও তবারুক পরিবেশনের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।
সি-তাজ.কম/এস.টি