তওবার মাধ্যমেই মানুষ যাবতীয় গুনাহ থেকে পবিত্র হতে পারে
আন্তর্জাতিক ১৯ দিন ব্যাপী ৫০তম মাহফিলে সীরতুন্নবী (স.)’র ১৫তম দিবসে বক্তারা বলেন
লোহাগড়া প্রতিনিধি: শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (স.) এর ৫০তম মাহফিলের ১৫তম দিনের অনুষ্ঠান গতকাল ১২ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। আমিরাবাদ সুফিয়া আলীয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ফজলুল হক এর সভাপতিত্বে এদিন আলোচনা করেন হালিশহর দারুল ইরফান একাডেমির পরিচালক মাওলানা শরীয়াত উল্লাহ জিহাদী ও চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব শাহ্ মাওলানা হাফিজুল হক নিজামী। বিশেষ মেহমান ছিলেন সোনাকানিয়া ইউনিয়নের চেয়ারম্যান নূর আহমদ। বক্তারা বলেন, তওবা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য করা। মানুষ পাপাচারে লিপ্ত হওয়া স্বাভাবিক। পাপ-পুণ্যের সংমিশ্রণেই মানুষ। মানুষ কেবল নেক আমল করবে অথবা গুনাহের সমুদ্রে আকণ্ঠ নিমজ্জিত থাকবে, তা সংগত নয়। শুধু নেক আমল ও কল্যাণকর্মে আত্মনিবেদিত হওয়া ফেরেশতাদের বৈশিষ্ট্য। আর শুধু যাবতীয় পাপাচারে নিমজ্জিত থাকা শয়তানের স্বভাব। বিশুদ্ধ তওবার মাধ্যমেই মানুষ যাবতীয় গুনাহ থেকে পবিত্র হতে পারে। মাহফিল বাদ আছর চুনতী হা-মীম একাডেমীর ছাত্র মোক্তার আহমদ আজাদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। নাতে রসুল পরিবেশন করেন আহনাফ আরিফ। বাদ মাগরিবের অধিবেশনে কোরআন তেলাওয়াত করেন লোহাগাড়া আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক ক্বারী মাওলানা আবদুল মজিদ ও নাতে রাসুল (সা.) পরিবেশন করেন মুহাম্মদ আবদুল হক। চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক জিয়াউল করিমের যৌথ সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতাওয়াল্লী কমিটির সহ-সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম কবির, ইসমাইল মানিক, সাংগঠনিক সম্পাদক শাহজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, মুহাম্মদ মাহবুবুল হক, মাহফিল পরিচালনা কমিটির সদস্য তৈবুল হক বেদার, মুহাম্মদ ফুরকান হোসেন চৌধুরী প্রমুখ। খোৎবায়ে ছদর, মিলাদ শরীফ, মুনাজাত ও তবারুক পরিবেশনের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।
সি-তাজ.কম/এস.টি