G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

দরুদ শরীফ নবীপ্রেমের শ্রেষ্ঠ নিদর্শন

আন্তর্জাতিক ১৯ দিন ব্যাপী ৫০তম মাহফিলে সীরতুন্নবী (স.)’র ১৭তম দিবসে বক্তারা বলেন

0

 

লোহাগড়া প্রতিনিধি: শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (স.) এর ৫০তম মাহফিলের ১৭তম দিনের অনুষ্ঠান গতকাল ১৪ নভেম্বর ২০২০ শনিবার সম্পন্ন হয়েছে। সাতকানিয়া বাজালিয়া হেদায়েতুল ইসলাম ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা নুরুল আলমের সভাপতিত্বে এদিন আলোচনা করেন পটিয়া জিরি আল জামিয়াতুল ইসলামিয়ার মাওলানা মুহাম্মদ শোআইব ও হাটহাজারী দক্ষিণ কুয়াইশ মাদানী নগরের আলহাজ্ব মাওলানা আজিজুল হক আল মাদানী। এদিন বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন লেখক-গবেষক আহমদুল ইসলাম চৌধুরী। বক্তারা বলেন, দরুদ শরীফ গুরুত্বপূর্ণ একটি আমল। এ আমলের মাধ্যমে একসঙ্গে আল্লাহ ও তার রাসুলের সন্তুষ্টি পাওয়া যায়। এটি মুমিনের আত্মার খোরাক এবং প্রিয় তাসবিহ। হাদিস শরিফে দরুদ পড়ার পদ্ধতি, উপকারিতা, না-পড়ার তি সম্পর্কে বিশদ বিবরণ রয়েছে। দরুদ শরিফ রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি ভালোবাসার শ্রেষ্ঠ নিদর্শন। কেউ ঐকান্তিকভাবে এ আমল করলে সে রাসুলুল্লাহ (সা.)-এর ভালোবাসায় সিক্ত হবেই। এতে মহানবী (সা.)-এর পাশাপাশি আল্লাহতায়ালাও বান্দার প্রতি রহমতের দৃষ্টিপাত করেন। হজরত রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘কেয়ামতের দিন আমার সুপারিশের নিকটবর্তী সেই ব্যক্তি হবে যে আমার প্রতি অধিক মাত্রায় দরুদ পাঠ করবে।’ মাহফিল বাদ আছর দারুল উলুম কামিল মাদরাসার ছাত্র হাফেজ তারেক মনোয়ারের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। নাতে রসুল পরিবেশন করেন মুহাম্মদ জামাল উদ্দীন। বাদ মাগরিবের অধিবেশনে কোরআন তেলাওয়াত করেন সাতকানিয়া আনিসবাড়ী জামে মসজিদের সহকারী পেশ ইমাম মাওলানা এ কে এম হাবিবুন নুর ও নাতে রাসুল (সা.) পরিবেশন করেন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার শিক্ষক মাওলানা আবদুল হাফিজ ফারুকী। চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক জিয়াউল করিমের যৌথ সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতাওয়াল্লী কমিটির সহ-সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম কবির, ইসমাইল মানিক, সাংগঠনিক সম্পাদক শাহজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, মুহাম্মদ মাহবুবুল হক, মাহফিল পরিচালনা কমিটির সদস্য তৈবুল হক বেদার, মুহাম্মদ ফুরকান হোসেন চৌধুরী প্রমুখ। খোৎবায়ে ছদর, মিলাদ শরীফ, মুনাজাত ও তবারুক পরিবেশনের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।

সি-তাজ.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.