চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে ভাষা আন্দোলন মিউজিয়ামের নির্বাহী পরিচালক,বিশিষ্ট লেখক,ভাষা গবেষক অধ্যাপক এম.আর মাহবুব স্মরণে এক সাহিত্য সন্ধ্যা গতকাল সন্ধ্যায়
ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়।
এতে আলোচনা,সঙ্গীত ও আবৃত্তিতে অংশ নেন শিক্ষক বাবুল কান্তি দাশ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুজিত কুমার দাশ,পশ্চিমবঙ্গের কবি, রাজীব ঘাঁটি, শিক্ষক বিজয় শংকর চৌধুরী, কবি আসিফ ইকবাল,লেখক সাফাত বিন সানাউল্লাহ, সঙ্গীতশিল্পী লুপর্ণা মুৎসুদ্দী,সুকুমার দে,কাকলী দাশ গুপ্তা,আবৃত্তিশিল্পী সোমা মুৎসুদ্দী,সুমন চৌধুরী কাব্য দাশ,সুচয়ন দে জয় প্রমুখ। সভায় বক্তারা বলেন অধ্যাপক এম.অার. মাহবুব ভাষাসৈনিকদের দুর্লভ জীবনী ভাষা আন্দোলনের নানা অজানা তথ্য উপাত্ত দদিয়ে গ্রন্হ আকারে বইয়ের মাধ্যমে এদেশের বাংলা ভাষার গৌরবজ্জ্বল ইতিহাস সমৃদ্ধ করেছে। বক্তারা ভাষা সৈনিকদের জীবনী ও ভাষা আন্দোলন সংগ্রামের নানান বিষয়ে ভুমিকা রাখার জন্য অধ্যাপক এম.আর মাহবুবকে মরোণত্তর একুশে পদক প্রদানের দাবী জানান।