G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

সোস্যাল মিডিয়া থেকে আমার সব ছবি সরিয়ে ফেলুন : জাইরা

0

 

বিনদন ডেস্ক: লাইট-ক্যামেরা-অ্যাকশনের রঙিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার কথা জানিয়ে বেশ আলোচিত হন ‘দঙ্গলকন্যা’খ্যাত সাবেক বলিউড অভিনেত্রী জাইরা ওয়াসিম। অভিনয়ে বেশ প্রশংসা কুড়ানো জাইরা তাঁর ‘ইমান (আল্লাহর প্রতি আনুগত্য) হুমকির মুখে’ উল্লেখ করে বিনোদন অঙ্গন ছাড়েন।

এবার সেই জাইরা ওয়াসিম নতুন অনুরোধ রেখেছেন তাঁর ভক্তদের কাছে। এক ইনস্টাগ্রাম পোস্টে সাবেক এই অভিনেত্রী লিখেছেন, ‘আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আপনারা আমার ভালোবাসা এবং শক্তির উৎস। ধন্যবাদ সব সময় আমার পাশে থাকার জন্য। আমার প্রতি আপনাদের এই ভালোবাসা দেখেই আজ একটা অনুরোধ করব। দয়া করে আমার সব ছবি আপনারা নিজেদের অ্যাকাউন্ট এবং আমার সব ফ্যান পেজ থেকে মুছে ফেলুন’।

জাইরা ওয়াসিম আরো লিখেছেন, ‘ইন্টারনেট থেকে আমার ছবিগুলো সরানো প্রায় অসম্ভব, কিন্তু আমি আপনাদের আমার ছবি শেয়ার না করার অনুরোধ করতে পারি। আশা করি, এবারও আপনাদের থেকে সাহায্য পাব, যেমন অন্যান্যবার পেয়েছি’।

বলিউড সুপারস্টার আমির খানের ‘দঙ্গল’ সিনেমায় অভিনয় করে রাতারাতি তারকা বনে যান জাইরা ওয়াসিম। ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘দঙ্গল’ বক্স অফিসে ব্লকবাস্টার হয়। সেই থেকে তিনি দঙ্গলকন্যা নামে পরিচিত।

‘দঙ্গল’-এর পর জাইরা অভিনীত ‘সিক্রেট সুপারস্টার’ও বক্স অফিসে হিট হয়। জাইরাকে সর্বশেষ বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমায় অভিনয় করতে দেখা গেছে। গত বছরের ১১ অক্টোবর মুক্তি পাওয়া সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। অবশ্য এ সিনেমা মুক্তির আগে তিনি সিনেদুনিয়া থেকে সরে যাওয়ার ঘোষণা দেন এবং সিনেমাটির প্রচারণায়ও অংশ নেননি তিনি।

সি-তাজ.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.