বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা ৬ নং ওয়ার্ডের অালী হোসাইন কন্ট্রাক্টরের বাড়ী এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মোঃ বেলাল উদ্দীনসহ চারজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে গুরুত্বর আহত অবস্থায় একই এলাকার কামাল উদ্দীনের পুত্র নাছির উদ্দীন ও হেলাল উদ্দীন নামে একই পরিবারের তিন ভাই কে চট্টগ্রাম চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ সময় হামলায় আহত হয়ে আরো ২ জন বাঁশখালী হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন।
স্থানীয়রা জানায়,পশ্চিম বড়ঘোনা মৌজায় বি.এস ৪৫ নং খতিয়ানের ৩২৮৬ দাগের ১৯ শতক জমি নিয়ে মোঃ লোকমানের সাথে একই এলাকার মুরাদ গং এর সাথে বিরোধ চলে আসছিল। সম্প্রতি উক্ত জায়গাটি কচুক্ষেত থাকা অবস্থায় দখলে নিতে উভয় পক্ষের মধ্যে বিরোধ তীব্র আকার ধারন করে।
সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে উভয় পক্ষের লোকজন জমির দখল নিতে চেস্টা করে। । প্রতিপক্ষের মোঃ মুরাদ সহ কয়েকজন মিলে কামাল উদ্দীনের তিন পুত্রের উপর এ হামলার ঘটনা ঘটায়।
এসময় মুরাদ গং এর হামলায় ৫ জন আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে ও মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
আহত বেলাল উদ্দীন জানান, আমাদের পৈত্রিক মৌরশী এই জমিটি দীর্ঘদিন যাবৎ আমার ভাই মোঃ লোকমান কচুক্ষেত করে আসছেন। সোমবার সন্ধায় মুরাদ গং অতর্কিত ভাবে উক্ত জমির রোপিত কচুক্ষেত নস্ট করার চেস্টা করে। এত আমি বাঁধা প্রদান করিলে তারা কয়েকজন মিলে অতর্কিত কুপিয়ে আমাদের জখম করে। তারা জবরদখল করে জমি নিতে চায়।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডাঃ কানিজ ফাতেমা জানান,পশ্চিম বড়ঘোনা এলাকায় হামলার ঘটনায় একই পরিবারের ৩ জন কে আহত অবস্হায় সপাতালে আনেন। তাদের ৩ জন কে চমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে।