বাঁশখালী প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকান্ডে ১৫ বসতঘর পুঁড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২৩ জানুয়ারি) দুপুর ২ টার দিকে উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকার পূর্বঘোনা চকরিয়াখালী মাতালার (মোজাম্মেল মাঝি) র বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডে ১৫ বসতঘরের সমস্ত মালামাল ও আসবাবপত্র পুঁড়ে গিয়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ সূত্রে জানা গেছে।
রাস্তাঘাট অনুন্নত হওয়ায় ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুনে পুড়ে যায় ১৫ বসতঘরের সবকিছু।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন,মোজাম্মেল মাঝি,মোহাম্মদ টিটু, ওয়াহিদুল্লাহ, সাহাব উদ্দীন, বিলকিছ বেগম, আবদুল্লাহ, মো. সেলিম,ছৈয়দুর রহমান কালু,নজরুল, আলাউদ্দীন,সালাউদ্দীন, নজরুল ইসলাম, কামরুল ইসলাম, হাবিবুর রহমান, অাসহাব উদ্দীন, আতিকুর রহমানের বসতঘর।
স্থানীয় মোঃ কলিম উল্লাহ মিসবাহ ও অনেকেই জানান, মোজাম্মেল মাঝির বাড়ির গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে তা পার্শ্ববর্তী ১৫ বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে ১৫ বসতঘরের সমস্ত মালামাল পুড়ে গিয়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।
বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন টিম লিডার লিটন বৈষ্ণব বলেন, ” রাস্তাঘাট অনুন্নত হওয়ায় ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছার আগেই ১৫ বসতঘর পুড়ে গেছে।”
এদিকে অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় ইউপি গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লেয়াকত আলী ও সাবেক চেয়ারম্যান আরিফ উল্লাহ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
এ সময় চেয়ারম্যান লেয়াকত আলী অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে সর্বমোট ১ লক্ষ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন।