প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী: বোয়ালখালীতে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বিপুল আনন্দ ও উদ্দীপনা মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়। চরণদ্বীপ ফুটবল একাদশকে পরাজিত করে পশ্চিম গোমদণ্ডী একাদশ বিজয় অর্জন করেছে।
আজ ২৩ জানুয়ারি, শনিবার বিকেলে উপজেলার কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ট্রাইব্রেকারে মধ্য দিয়ে গড়ায় খেলা। এতে পশ্চিম গোমদণ্ডী ফুটবল একাদশ বিজয়ী হয়।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ফরহাদ হোসেন চৌধুরী, সহকারী হিসেবে ছিলেন লাইন্সম্যান শাহাদুল হক ও আশাদুল ইসলাম টিপু।
উদ্বোধনী ম্যাচে বিজয়ের মাধ্যমে ‘এ’ গ্রুপের পশ্চিম গোমদণ্ডী ২ পয়েন্ট পেয়ে এগিয়ে থাকলো। এছাড়া চরণদ্বীপ ফুটবল একাদশ ১ পয়েন্ট পেয়েছে।টুর্নামেন্টের পরবর্তী খেলা ২৪ জানুয়ারি, রোববার বিকেলে কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এতে প্রতিদ্বন্দ্বীতা করবে ‘বি’ গ্রুপের পশ্চিম কধুরখীল ফুটবল একাদশ বনাম আহলা কড়লডেঙ্গা ফুটবল একাদশ।
এর আগে বিকেল ৪টায় বেলুন উড়িয়ে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম-৮ আসনের এমপি মোছলেম উদ্দিন আহমদ। টুর্নামেন্টের মহাসচিব এস.এম.শহীদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও টুর্নামেন্টের চেয়ারম্যান আছিয়া খাতুন। উদ্বোধন উপলক্ষে মাঠে ডিসপ্লে প্রদর্শন করে কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা।
ম্যাচের উদ্বোধনী বক্তব্যে এমপি মোছলেম উদ্দিন বলেন, এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে আজ খেলা ধুলায় উৎসাহিত পাবে যৃব সমাজ । প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও খেলাধূলাসহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে চলেছে।
সি-তাজ২৪.কম/এস.টি