চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে পঞ্চাশের দশকের একজন মৌলিক কবি আবু জাফর ওবায়দুল্লাহ’র ৮৭তম জন্ম জয়জয়ন্তী স্মরণে ‘তাঁর পিঠে রক্তজবার মত ক্ষত’ শীর্ষক সাহিত্য সন্ধ্যা গত সোমবার রাতে ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে আলোচনা,গান ও আবৃত্তিতে অংশগ্রহণ করেন সংঠনের সভাপতি বাবুল কান্তি দাশ,সহ সভাপতি বিজয় শংকর চৌধুরী,সুজিত কুমার দাশ,মুক্তিযোদ্ধাে এস,এম,লিয়াকত হোসেন, সঙ্গীতশিল্পী লুপর্ণা মুৎসুদ্দী,কাকলী দাশ গুপ্তা, কবি অাসিফ ইকবাল, সাফাত বিন সানাউল্লাহ, সুমন চৌধুরী, প্রীতম আচার্য,কাব্য দাশ,শিহাব রহমান,প্রমুখ। সভায় বক্তারা বলেন আমি কিংবদন্তির কথা বলছি।।
হ্যাঁ একজন কিংবদন্তি, আবু জাফর ওবায়দুল্লাহ।বাংলাদেশের গত শতাব্দীর পঞ্চাশের দশকের একজন মৌলিক কবি।পুরো নাম আবু জাফর মুহাম্মদ ওবায়দুল্লাহ খান।কাব্যের আঙ্গিক গঠনে এবং শব্দ যোজনার বিশিষ্ট কৌশল তার স্বাতন্ত্র্য চিহ্নিত করে। তিনি লোকজ ঐতিহ্যের ব্যবহার করে ছড়ার আঙ্গিকে কবিতা লিখেছেন। প্রকৃতির রূপ ও রঙের বিচিত্রিত ছবিগুলো তার কবিতাকে মাধুর্যমণ্ডিত করেছে। বাংলা একাডেমি ও একুশে পদক পুরস্কার প্রাপ্ত কবির স্মরণ-মনন আমাদের সমৃদ্ধ করবে।
সি-তাজ২৪.কম/এস.টি