নিজস্ব প্রতিবেদক বাঁশখালীঃ
বাঁশখালীর প্রবীণ আলেমেদ্বীন পীরে কামেল মরহুম মাওলানা মোহাম্মদ অালী সাহেবের ১৯২৮ ইং তারিখে প্রতিষ্ঠিত
দক্ষিন চট্টগ্রামের ঐতিহ্যবাহী অন্যতম প্রচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়া আল ইসলামিয়া জলদী মখজনুল উলুম (বাইঙ্গাপাড়া) বাঁশখালী বড় মাদ্রাসার ৯৩ তম বার্ষিক দ্বীনি মাহফিল আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। মাদরাসা সূত্রে জানা গেছে, মাহফিলকে উপলক্ষ করে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে মাদরাসা কর্তৃপক্ষ। উক্ত বার্ষিকী মাহফিলে আলোচনা পেশ করবেন আন্তর্জাতিক মুবাল্লিগে ইসলাম, আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমী ঢাকা , হাকীমুল ইসলাম আল্লামা মুফতি আবদুল হালিম বোখারী, মুহতামিম জামিয়া ইসলামিয়া পটিয়া, মুনাজেরে জামান আল্লামা আজিজুল হক আল মাদানী চট্টগ্রাম, বাহারুল উলুম আল্লামা শেখ আহমদ হাটহাজারী মাদ্রাসা,বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা মহিউদ্দিন একরাম ঢাকা, আল্লামা সৈয়দুল আলম আরমানী রাজঘাটা মাদ্রাসা, আল্লামা ডক্টর বায়েজিদ ঢাকা, আল্লামা জাহিদ উল্লাহ মুহতামিম ঈসাপুর মাদ্রাসা,আল্লামা মোস্তফা নুরী চকরিয়া, আল্লামা মির্জা মুহাম্মদ ইয়াসিন ঢাকা, অাল্লামা মুফতি নাসির উদ্দীন কাসেমী ঢাকা, মাওলানা আব্দুল্লাহ মারুফ সাতকানিয়া, আল্লামা মুফতি জাফর আহমদ ঢাকা, আল্লামা আনোয়ার শাহ আযহারী হাটহাজারী, নাসিরাবাদ মাদ্রাসা চট্টগ্রাম, আল্লামা হাজী ইউসুফ মুহতামিম সৈয়দুশ শুহাদা চট্টগ্রাম, আল্লামা মাওলানা খোবাইব মুহতামিম জামিয়া ইসলামিয়া জিরি চট্টগ্রাম,
মাওলানা শামশুদ্দীন আফতাব প্রমুখ।উক্ত দ্বীনি মাহফিলে দেশ বিদেশের বহু ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন এতে
ইসলামপ্রিয় জনসাধারণের প্রতি বার্ষিক মাহফিলে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন মাদ্রাসা কতৃপক্ষ।