মুহাম্মদ মিজান বিন তাহের,বাঁশখালী প্রতিনিধিঃ
এজেন্ট ব্যাংকিং এর পথিকৃত ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং এর বাঁশখালী উপজেলা শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) বিকেলে বাঁশখালী পৌরসভা কার্যালয়ের সামনে এ শাখার শুভ উদ্বোধন অনুষ্টানে বাঁশখালী পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ সেলিমুল হক চৌধুরীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং এর চট্টগ্রাম জোনের প্রধান হেড মিসেস সালমা রহমান (এফভিপি)
, ব্যাংক এশিয়া চট্টগ্রামের ইউডিসি এজেন্ট ব্যাংকিং ডিস্ট্রিক ম্যানেজার শেখ রবিউল ইসলাম,ডিস্ট্রিক ম্যানেজার মোঃআক্তারুজ্জামান, বাঁশখালী পৌরসভার ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রোজিয়া সোলতানা রোজি, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার পৌর কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন পেশার মানুষ। উদ্বোধনী বক্তব্যে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং এর চট্টগ্রাম জোনের প্রধান মিসেস সালমা রহমান (এফভিপি) বলেন, ব্যাংকিং সেবাকে সাধারণ মানুষের দোড় গোড়ায় পৌঁছে দিতে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং ব্যবস্থা চালু করেছে। এই ব্যাংকে যে ব্যক্তি অন্ধ, যার হাত অথবা পা নেই তিনিও এই ব্যাংকে হিসাব খুলতে পারবেন। শুধুমাত্র হাতের বা পায়ের আঙ্গুলের ছাপ দিয়ে এই ব্যাংকে একাউন্ট খুলতে এবং টাতা উত্তোলন করতে পারবেন।