মুহাম্মদ মিজান বিন তাহের,বাঁশখালী প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইঁছুড়ি প্রধান সড়কের ফুটখালী ব্রীজ এলাকায় তল্লাশি চালিয়ে ২ হাজার ৮০০ ইয়াবা সহ সহ মা-ছেলেকে আটক করেছে বাঁশখালী থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধা সাড়ে ৭ টার দিকে পুঁইছড়ি ফুটখালী ব্রীজ থেকে তাদেরকে আটক করে বাঁশখালী পুলিশ। ইয়াবা সহ আটকৃতরা মা ছেলে হলেন, জোহরা বেগম (৪৮) এবং মোহাম্মদ রাসেল (২০)। তাদের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বড়ইতলী এলাকায়।
এ বিষয়ে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ সফিউল কবীর বলেন,গোপন সংবাদের ভিত্তিতে পুইঁছুড়ি ফুটখালী ব্রীজের দক্ষিন পার্শ্বে বাঁশখালী- পেকুয়া আঞ্চলিক মহাসড়ক থেকে মা ছেলে কে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হবে।