G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

টুঙ্গিপাড়ায় নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রীর ফুলেল শুভেচ্ছা

0

 

টুঙ্গিপাড়া প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে সাতক্ষীরার ঐতিহাসিক যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শন করেছেন মোদি।

শনিবার (২৭ মার্চ) সকাল ১১টার পরে ভারতের প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার টুঙ্গিপাড়া পৌঁছায়। সেখানে মোদিকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে সাতক্ষীরার শ্যামনগরে সাড়ে ৪০০ বছরের পুরোনো ঐতিহাসিক যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শন ও পূজা-অর্চনা করেন মোদি।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে শুক্রবার সকালে দুই দিনের সফরে ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরে তাকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমানবন্দর থেকে সরাসরি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান ভারতীয় প্রধানমন্ত্রী। সেখানে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে নরেন্দ্র মোদি বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে যোগ দেন। এরপর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে রাতে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের মহাত্মা গান্ধীর সম্মানে তৈরি বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল জাদুঘর উদ্বোধন করেন।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.