জাতীয় অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতে দেশের দ্রুততম মানব-মানবী হয়েছিলেন বাংলাদেশ নৌবাহিনীর মোহাম্মদ ইসমাইল ও শিরিন আক্তার। এবার বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসেও সেই ধারা অব্যাহত রেখেছেন মোহাম্মদ ইসমাইল ও শিরিন আক্তার।
শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নবম বাংলাদেশ গেমসে অ্যাথলেটিকের পুরুষদের ১০০ মিটারে ১০.৫০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেন মোহাম্মদ ইসমাইল। এছাড়া ১০.৬০ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন একই সংস্থার আব্দুর রউফ ও ১০.৭০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশ বিমান বাহিনীর নাইম ইসলাম।
অন্যদিকে, মেয়েদের বিভাগে ১১ দশমিক ৬০ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেন শিরিন আক্তার। বাংলাদেশ সেনাবাহিনীর শরীফা খাতুন ১১.৭০ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য এবং বিকেএসপির সোনিয়া আক্তার ১২.১০ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন ব্রোঞ্জ।
টানা ১২ বার দ্রুততম মানবী হওয়ার আনন্দে আত্মহারা শিরিন যোগ করেন, ‘বাংলাদেশে টানা ১২ বার ১০০ মিটার জেতা রেকর্ড। আমি চাই আরও সামনে এগিয়ে যেতে। আমার লক্ষ্য অলিম্পিক।’ কিন্তু শিরিনের শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে এটাই প্রমাণ হচ্ছে, দেশে নতুন অ্যাথলেট উঠে আসছে না। কিন্তু কেন? প্রশ্নটি করলে হেসে শিরিনের জবাব, ‘সাকিব ভাই কেন টানা বিশ্বসেরা অলরাউন্ডার? আমার ইভেন্টে বাকিরা কী করছে জানি না। তবে আমি আমার ক্ষুধা মেটাতে খেলছি।
সি-তাজ২৪.কম/এস.টি