মুহাম্মদ মিজান বিন তাহের,নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের বাঁশখালীতে স্বাস্থ্য বিধি না মানায় জরিমানা, মাস্ক বিতরণ করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধিতে বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। আজ সোমবার (৫ এপ্রিল) দুপুর ২ টায় বাঁশখালী উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় করোনা শংক্রমন রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল অাইন ২০১৮ এর ২৪ (২) ধারা মোতাবেক ২৩ টি মামলা ও জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি ৩৯ জন ব্যক্তিকে ৩ হাজার ৯ শত টাকা জরিমানা করেন। এছাড়াও ভ্রাম্যমাণ আদালত মাস্ক বিহীন জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন।
জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা
সাইদুজ্জামান চৌধুরীর নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত উপজেলা সদর এলাকায় অভিযান চালায়। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর।