G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

বাঁশখালী‌তে এক‌দি‌নে ১০ জ‌নের ক‌রোনা সনাক্ত

0

মুহাম্মদ মিজান বিন তাহের,বাঁশখালী প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালী‌তে ক‌রোনা রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। তবে সাধারন জনগন সরকারী নির্দেশনা অমান্য করে প্রকাশ্য ঘুরাফেরা করতে দেখা যাচ্ছে। বড় কোন ভারি যান চলাচল না চল্লে ও সিএনজি ও মিনি ট্রাক প্রতিনিয়ত প্রধান সড়ক সহ গ্রামীণ সড়কে প্রতিনিয়ত চলাচল করছে। বাঁশখালী উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শ‌ফিউর রহমান মজুমদার জানান,আজ বৃহস্পতিবার ২৪ ঘন্টায় ১০ জন রোগী সনাক্ত হ‌য়ে‌ছে । বাঁশখালী‌তে এ পর্যন্ত ৪৪৪ জন ক‌রোনা রোগী সনাক্ত হ‌য়ে‌ছে । তার ম‌ধ্যে এ পর্যন্ত ৪২৭ জন নানা ভা‌বে সুস্থ হ‌য়ে‌ছে । অপর‌দি‌কে সারাদেশের মতো বাঁশখালীতে লকডাউন কার্যকর করতে বাঁশখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। লকডাউনের প্রথম দিনে গত বুধবার (১৪ এপ্রিল) ১৮টি মামলা দায়ের করে ২ হাজার ২শ’ টাকা, ২য় দিন বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ২১টি মামলা দায়ের করে ২ হাজার ৪শ’ টাকা জরিমানা আদায় করা হয়। সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন- ২০১৮ এর আওতায় দুই দিনে সর্বমোট ৩৯টি মামলা দায়ের এবং ৪ হাজার ৬শ’ টাকা জরিমানা আদায় করা হয়।এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুজ্জামান চৌধুরী বলেন, “সাধারণ জনগণকে সচেতন করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর আওতায় বাঁশখালীর প্রধান সড়কের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সকলকে সচেতন হতে হবে। মুখে মাস্ক ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান তিনি। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি

Leave A Reply

Your email address will not be published.