মুহাম্মদ মিজান বিন তাহের,বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালীতে অসহায় মানুষের মাঝে ভাদালিয়া ফ্রেন্ডশীপ সোসাইটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিলে অনুষ্টিত হয়েছে। আজ (১৬ এপ্রিল) শুক্রবার বাদে জুমা গরীব অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ উপলক্ষে অালোচনা সভা ও দোয়া মাহফিল ভাদালিয়া ফ্রেন্ডশীপ সোসাইটির উপদেষ্টা ও ভাদালিয়া বায়তুল ইরফান আদর্শ মাদ্রাসার পরিচালক কাজী মাওলানা মনছুরুল হকের সভাপতিত্বে অনুষ্টানে উপস্থিত ছিলেন,
দৈনিক মানবকন্ঠ ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার বাঁশখালী প্রতিনিধি মুহাম্মদ মিজান বিন তাহের, মোঃ নুরুল আলম বাবু,শাহাব উদ্দীন,ছমদুল হক,মোঃ ইব্রাহীম মানিক,জমির উদ্দীন,আব্দুল আলিম,জেয়াবুল হাসান,মিজানুর রহমান,মোঃ জোনাইদ,মোঃ আনোয়ার,আব্দুর রহিম,তৌহিদুল ইসলাম প্রমূখ।
এসময় সংগঠনের উপদেষ্টা কাজী মাওলানা মনছুরুল হক বলেন, ‘করোনার এই কঠিন সময়ে গরীব অসহায় মানুষেরা বিপদের মধ্যে আছেন। তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
সংগঠনটি বেশ ভালো উদ্যোগ নিয়েছে। আমি সমাজের বিত্তবানদের অনুরোধ করবো এই কঠিন সময়ে যে যার জায়গা থেকে এইসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এই সংগঠনটি ভাদালিয়ার বিভিন্ন এলাকায় ইফতার বিতরণের কাজ করে যাচ্ছে। সমাজের গরীব অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করাই সংগঠনটির লক্ষ্য।