G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

বোয়ালখালীতে জমি সংক্রান্ত বিরোধে কলেজ ছাত্র খুন

0

.বোয়ালখালীতে জায়গা জমির সংক্রান্ত বিরোধে মোহাম্মদ আলমগীর হোসেন ইমন (২৪) নামে এক যুবক খুন হয়েছে।

ঘটনায় জড়িত সন্দেহ মোহাম্মদ সৈয়দ ও মাহবুবুর রহমান নামের ২জনকে আটক করেছে থানাপুলিশ।

মঙ্গলবার (২৫ মে) প্রায় রাত ১টার সময় উপজেলার চরখিজিরপুর এলাকায় মোবারক আলী ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে নিহতের মরদেহ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত আলমগীর হোসেন ইমন পূর্ব চরখিজিরপুর গ্রামের মোবারক আলী ফকির বাড়ীর আবদুল ছালামের ছেলে। সে চট্টগ্রাম মহসিন কলেজের একাউন্টিংয়ে মাস্টার্স পড়ছিল।

নিহতের পিতা আবদুল ছালাম বলেন, ‘পাশ্ববর্তী নবীদুল হকের ছেলে খোরশেদ আলম দীর্ঘদিন ধরে আমার জায়গা জবর দখলের পাঁয়তারা করে আসছিল। জায়গাটি দখল নিতে একাধিবার হুমকিও দিয়েছিলো। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রসহ প্রায় ৭০ থেকে ৮০ জন বহিরাগত সন্ত্রাসী নিয়ে আমার জায়গা দখল করতে আসে খোরশেদ। তারা বাউন্ডারি ওয়াল নির্মাণের চেষ্টা করলে এ সময় এলাকাবাসীসহ আমরা তাদের বাঁধা দিই। এরপর রাত পৌণে ১টার দিকে তারা ফিরে যাওয়ার সময় বাড়ির ঘাটা থেকে আমার ছেলেকে জোর করে টেনে হিঁচড়ে রাস্তার কিছু দূর নিয়ে গিয়ে হত্যা করে পালিয়ে যায়।’

এ ব্যাপারে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, ঘটনার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। এছাড়া ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদ সৈয়দ ও মাহবুবুর রহমান নামের দুইজনকে আটক করেছি। এ ঘটনার তদন্ত চলছে।

সি-তাজ. কম

Leave A Reply

Your email address will not be published.