মিরসরাই প্রতিনিধিঃশিহাব উদ্দিন শিবলু : রোববার (১৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মকছুদ আহাম্মদ চৌধুরী উদ্যোগে নেওয়া হয় নানা কর্মসূচি। কর্মসূচিতে নবীন, প্রবীণ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
সকালে জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিলের মাধ্যমে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। এরপর আলোচনা সভায় অংশগ্রহণ করেন উপস্থিত নেতৃবৃন্দ। এসময় সেখানে জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকছুদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, মুক্তিযোদ্ধা ও বরেণ্য সাহিত্যিক কাইয়ূম নিজামী।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- এনজিও সংস্থা অপকার নির্বাহী পরিচালক মো: আলমগীর, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নিজাম উদ্দিন ভূইঁয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসের ইমন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কালু কুমার দে, চট্টগ্রাম উত্তরজেলা কৃষক লীগের যুগ্ম সস্পাদক আবুল কাশেম কন্টাক্টর, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ফিরোজ উদ্দিন বাদল, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ফিরোজ উদ্দিন বাদল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিয়াজী, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ সেলিম, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবু প্রসার কান্তি বড়ুয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মিয়া মোহাম্মদ নুরুল হুদা, সহ-সভাপতি সিরাজ উদ্দিন, সদস্য নুুরুল আহসান আফসার, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক জহুর উদ্দিন সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এসময় সেখানে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানারাথ আহাম্মদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা নুরুল আফসার, এমরান শাহ, যুবলীগ নেতা রিয়াজ উদ্দিন, ইকবাল হোসেন রনি, তৌহিদ হোসেন, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগ নেতা কাউছার আরিফ, যুবলীগ নেতা হারুনুর রশিদ বাবু, আজাদ, একরাম, জাবেদ, বিপুল, পারভেজ, টুটুল, জামশেদ, হৃদয়, রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি রবিউল রায়হান, শামীম ওছমান, যুগ্মসাধারণ সম্পাদক সেফায়েত হোসেন সেফা, প্রচার সম্পাদক দৃর্জয় চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক রুমি, সহ-সম্পাদক সালমান ফারসি, সদস্য মেহেদী, রিয়ান সহ ছাত্রলীগ, যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শোক র্যালিতে অংশগ্রহণ করেন নেতৃবৃন্দ। এই সময় সেখানে অনেক বয়োজ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতৃবৃন্দকে শোক র্যালিতে অংশগ্রহণ করতে দেখা যায়। দীর্ঘদিন পর ত্যাগী এবং পরীক্ষিত এসব নেতাদের এক মঞ্চে দেখে চেয়ারম্যান মকছুদ আহাম্মদ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বীর মুক্তিযুদ্ধা এবং সাহিত্যিক কাইয়ূম নিজামী।
সি-তাজ২৪.কম/এস.টি