G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

ওমিক্রন নিয়ে সচেতন থাকার বার্তা দিলেন, বিল গেটস

0

 

করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের ভয়াবহতা নিয়ে সবাইকে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। এই মহামারি পরিস্থিতি ভয়াবহ দিকে যাচ্ছে বলে আশঙ্কা করেছেন তিনি। মঙ্গলবার (২১ ডিসেম্বর) কয়েকটি টুইট বার্তায় তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ওমিক্রন সারা দেশে ছড়িয়ে যাবে। ওমিক্রন ভ্যারিয়েন্টে তার অনেক বন্ধু আক্রান্ত হয়েছে। এজন্য তিনি নিজের ছুটিগুলো বাদ দেওয়ার পরিকল্পনা করেছেন।

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বলেন, আমরা সম্ভবত আরেকটি ভয়াবহ মহামারির দিকে এগিয়ে যাচ্ছি। ওমিক্রন ভ্যারিয়েন্ট হতে পারে সেই ভয়াবহ মহামারি সৃষ্টির কারণ। বিশেষত এর পুনসংক্রমণের হার হতে পারে বেশি, মানুষের এই ধরণ সম্পর্কে এখনই সতর্ক হওয়া উচিত। ইতিহাসের অন্য যেকোনো ভ্যারিয়েন্টের চেয়ে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন। অতি শিগগিরই তা ছড়িয়ে যাবে বিশ্বের দেশগুলোতে।

বিল গেটস বলেন, সবচেয়ে অজানা বিষয় হচ্ছে, ওমিক্রন কতটা অসুস্থ করবে তা কেউ জানে না। যদি করোনার এই ভ্যারিয়েন্ট ডেল্টার চেয়ে অর্ধেক পরিমাণও শক্তিশালী হয় তাতেও এর সংক্রমণ হার বেশি হওয়ায় এর প্রভাব হবে ভয়াবহ।

যুক্তরাষ্ট্রে যখন এক সপ্তাহের ব্যবধানে ৩ থেকে ৭৩ শতাংশে করোনা সংক্রান্তের হার বেড়ে গেছে, ঠিক তখনই বিল গেটস এই সতর্কতা বার্তা দিলেন। বিল গেটস আরও বলেন, ওমিক্রন থেকে রক্ষা পেতে, মাস্ক পরা, বড় পরিসরে কোনো অনুষ্ঠান এড়িয়ে যাওয়া এবং ভ্যাকসিন নিতে হবে। সুরক্ষার জন্য বুস্টার ডোজ নিতে হবে সবাইকে।

আশার কথা জানিয়ে তিনি বলেন, ওমিক্রনের একটা ভালো দিক আছে, তা হলো যদি এই ভ্যারিয়েন্ট ছড়িয়েও পড়লেও এর স্থায়িত্ব হবে তিন মাসেরও কম সময়। সারা জীবন এটি থাকবে না, একদিন এই মহামারি শেষ হবে, আমরা নিজেদের যত বেশি যত্ন নেবো, সেসময় তত দ্রুত আসবে।
সি-তাজ২৪.কম/এ.টি

Leave A Reply

Your email address will not be published.