৩জুন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যকরী পরিষদের এক জরুরী সভা, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি (সমাজ কল্যাণ) আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া।
সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী এম.পি. এবং জেলা সমাজ সেবা অধিদপ্তর চট্টগ্রাম এর উপ-পরিচালক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম।
সভায় শুরুতে মরহুম পীর শাহ মাওলানা মোহাম্মদ কুতুবউদ্দিন রাহ. ও খতীব আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ নূরুল ইসলাম ছাহেব রাহ. এর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।
সভায় উপস্থিত সকল সদস্যর সর্বসম্মত সিদ্ধান্তে বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর সভাপতির শুন্যপদে বায়তুশ শরফের দায়িত্ব প্রাপ্ত পীর আল্লামা মোহাম্মদ আবদুল হাই নদভী ছাহেব (মা.জি.আ.) কে সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
সভায় আগামী সাধারণ সভার সম্ভ্রাব্য তারিখ নির্দ্ধারন করা হয়।
আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শেষে হুজুর কেবলা (মা.জি.আ.) মোনাজাতের মাধ্যমে এ জরুরী সভা সমাপ্ত ঘোষণা করা হয়।
সি-তাজ২৪.কম/এস.টি