প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় উন্নয়নে যখন এগিয়ে যাচ্ছে দেশ, তখন কিছু অসাধু ব্যক্তি এ উন্নয়নকে বাঁধান্নিত করার জন্য ভাস্কর ভাংচুর সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বোয়ালখালী পৌরসভার ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ তৌহিদ ইসলাম সভাপতিত্বে ও সহ সভাপতি মোঃ লাবলুর সঞ্চালনায় আলোচনা সভা ৪ জানুয়ারি সন্ধ্যায় ওয়ার্ড কার্যালয় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা জাতীয় শ্রমিকলীগের সিনিয়র সহসভাপতি হাজ্বি নাছের আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকুবদন্ডী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শেখ মোঃ আনোয়ার হোসেন।
বোয়ালখালী প্রেস ক্লাবের প্রচার সম্পাদক ডাঃপ্রভাস চক্রবত্তী, পৌরসভা ৬নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি নুরুল আমিন, ৫ নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি সামসুল আলম কন্ডাকটর,
বোয়ালখালী কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইছাহক, মোঃ মনির প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কেটে ৭৩ তম জন্মদিন উদযাপন করেন অতিথি বৃন্দ।