G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

0

 

নিজস্ব প্রতিবেদকঃ বাঁশখালী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোঃ আবদুর রহিম সহ তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মুলক মাললা দেয়ার অভিযোগ উঠেছে।
জানা যায়,গত ৬ ই জানুয়ারী ২০২১ সকাল আনুমানিক ৮ টায় বাঁশখালীর গণ্ডামারায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে অভিযুক্ত আব্দুল করিম, জাকের আলম,আমিনুর রশিদ,নুর হোসেন(নুরু) ও বাবুলুর রশিদ সহ অনেকই দারালো অস্ত্র, কিরিস,রড দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ আবদুর রহিম, তার সম্প্রতি বিদেশ ফেরত বড় ভাই আবুল কাশেম’সহ তার পরিবারে উপর অতির্কিত সন্ত্রাসী হামলা চালায়।
এ হামলার স্বীকার আবুল কাশেম গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল ২৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।

এ বিষয়ে জানতে চাইলে আবদুর রহিম টেলিফোনে জানায়,ঐ ঘটনার আমি বাদী হয়ে উল্লেখিত হামলাকারীদের আসামী করে বাঁশখালী থানায় একটি জি.আর ১৩/২১ মামলা দায়ের করি,ফলে আসামিগণ ক্ষুদ্ধ হয়ে আমাদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মিথ্যা মামলা দেয়ার চেষ্টা করেন।

বাঁশখালী থানা মিথ্যা মামলা না নেয়ায় বাঁশখালী ম্যাজিস্ট্রেট আদালতে আমাদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মুলক একটি সি.আর ৩৯/২১ মামলা দায়ের করে।
যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়ট,ভিত্তিহীন ও উদ্দ্যেশ প্রণোদিত।

এদিকে জাকের আলম বাদী হয়ে বাঁশখালি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবুল কাশেম,আবদুর রহিম সহ আট জনকে আসামী করে একটি সি আর মামলা দায়ের করেন। আদালত মামলাটি বাঁশখালী থানায় তদন্তের জন্য নির্দেশ দেয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ আবদুর রহিম, তার সম্প্রতি বিদেশ ফেরত বড় ভাই আবুল কাশেম’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ আবদুর রহিম আরো বলেন,দীর্ঘ দিন ধরে আমাদের উপর জোর জুলম করে আসছে উল্লেখিত আসামীগণ। এখন আমাদের উপর অত্যাচার করে আবার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমি আমার ও আমার পরিবারের উপর নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি, একই সাথে প্রশাসনের কাছে আমার ও আমার পরিবারের নিরাপত্তার দাবী জানাচ্ছি।

Leave A Reply

Your email address will not be published.