G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

এখন থেকে দোহাজারী রেললাইনে চলাচল করবে ডেমু ট্রেন

0

 

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী: অবশেষে সব জল্পনা- কল্পনার শেষে দোহাজারী রেললাইনে এখন থেকে চলাচল করবে ডেমু ট্রেন।
আগামী ৬ ফেব্রুয়ারি পটিয়ায় এ ডেমু ট্রেন আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
এ ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহণ কর্মকর্তা স্নেহাশীষ দাশগুপ্ত বলেন, ‘চট্টগ্রাম থেকে ভোর সাড়ে ৫টায় পটিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

পটিয়া পৌঁছাবে সকাল ৬টা ৪০ মিনিটে। এরপর সকাল সাড়ে ৭টায় পটিয়া ছেড়ে সকাল ৯টা ৫ মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে। দ্বিতীয় বার বিকেল ৫টায় চট্টগ্রাম থেকে দোহাজারীর উদ্দেশ্যে যাত্রা করবে ট্রেনটি। দোহাজারী পৌঁছাবে সন্ধ্যা সাড়ে ৭টায় এবং দোহাজারী থেকে ছেড়ে আসবে ৭টা ৪০ মিনিটে। চট্টগ্রাম পৌঁছাবে রাত ১০টা ৪০ মিনিটে।’
তিনি জানান, এছাড়া চট্টগ্রাম থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত নতুন একটি ডেমু ট্রেন চালুর কথা রয়েছে।চট্টগ্রাম-দোহাজারী রেললাইনে দুই জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল করছে। এছাড়া এই লাইনে দোহাজারীগামী পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য ফার্নেস অয়েলবাহী একটি ওয়াগন ট্রেন চলাচল করে।
বিভিন্ন জনসভা ও সমাবেশে প্রয়াত সাংসদ মঈন উদ্দিন খাঁন বাদল এই লাইনে যাত্রী সাধারণের জন্য ডেমু ট্রেন চালুর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অবশেষে তাঁর প্রতিশ্রুতে কিছুটা হলেও ডেমু ট্রেন চালুর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.