বোয়ালখালীর পূর্বগোমদন্ডী ৪নং ওয়াডের সেই রিংকু দত্ত গত ৩ ফেব্রুয়ারি ২০২১, সিজিও বিল্ডিং, আগ্রাবাদ, চট্টগ্রামে অনুষ্ঠিত চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে বিপুল ভোটে কার্যনির্বাহী সদস্য (২৭ জন প্রতিদ্বন্দ্বির মধ্যে ২য় স্থান, প্রাপ্ত ভোট ৮৮০) নির্বাচিত হয়েছেন।
তিনি বোয়ালখালী পৌরসভা সদরের ৪ নং ওয়ার্ডের মাস্টার কুসুম দত্তবাড়ীর মৃত অরবিন্দ দত্ত ও অঞ্জলি দত্তের ছেলেদের মধ্যে সে ২য় সন্তান। তার ইচ্ছে শক্তি ওঅসীম প্রচেষ্টায় আগামী দিনগুলোতে অনেক দূর এগিয়ে যাবে।