G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

মুজিব শতবর্ষে চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের শতদিনের কর্মসূচী

0

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে চট্টগ্রাম সাহিত্য পাঠচক্র আয়োজিত ‘হৃদয়ে বঙ্গবন্ধু চেতনায় জয়বাংলা’ শ্লোগানে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে শততম দিনে শততম গান নিবেদন, বঙ্গবন্ধুর অসামাপ্ত আত্নজীবনী পাঠ, শত স্বরচিত কবিতা পাঠ, কবিতা আবৃত্তি ও বঙ্গবন্ধুকে নিয়ে কথোপকথন পর্বের সমাপনী অনুষ্ঠান গত ১৭ই মার্চ সন্ধ্যায় ভার্চ্যুয়ালী শেষ হবে। ২০২০ সালের ৮ ডিসেম্বর থেকে এ কার্যক্রমের শুরু হয়ে ২০২১ সালের ১৭ই মার্চ’র আনুষ্ঠানিক শেষ হয়।
এতে শততম দিনে একক সঙ্গীত পরিবেশন করেন সংগঠনের সহ
সভাপতি, লোকসঙ্গীতশিল্পী লুপর্ণা মূৎসূদ্দী লোপা, বঙ্গবন্ধুর অসামাপ্ত আত্নজীবনী পাঠ করেন শিক্ষক বিজয় শংকর চৌধুরী, কবিতা পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, কবিতা আবৃত্তি করেছেন সংগঠনের সভাপতি, শিক বাবুল কান্তি দাশ, বঙ্গবন্ধুকে নিয়ে কথোপকথন করেছেন সংগঠনের উপদেষ্ঠা লায়ন সুজিত কুমার দাশ। উল্লেখ্য সারা বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম সাহিত্য পাঠচক্র এমন মহতী আয়োজন সুসম্পন্ন করেছে। এক অনুভুতিতে শিল্পীরা বলেন শততম দিনে একটানা গান, কবিতা আবৃত্তি, পাঠ ও জীবনী পাঠ করা সত্যি একটি কঠিনতম চ্যালেঞ্জ ছিল। বঙ্গবন্ধুকে উৎসর্গকৃত শততম দিনের এ কর্মসূচি সফলভাবে সমাপ্ত করতে পেরে আমরা নিজেরা গর্বিত ও আনন্দিত। শিল্পীবৃন্দরা বলেন, আসুন বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে পিছিয়ে পড়া মানুষের কল্যাণে আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিই।
সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.