হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হারুন ইজহারকে র্যাব আটক করেছে বলে দাবি করেছেন তার ব্যক্তিগত সহকারী। তবে র্যাবের কাছ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
হারুন ইজহারের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ওসমান সাংবাদিকদের জানান, বুধবার দিবাগত রাত ১২টার দিকে নগরের লালখান বাজার মাদরাসা থেকে র্যাব তাকে আটক করে। তিনি ওই মাদরাসার শিক্ষক। এ ছাড়া হেফাজতে ইসলামের আহ্বায়ক জুনায়েদ বাবুনগরী ব্যক্তিগত সহকারী ইনামুল হাসান ফারুকী তার ফেসবুকে দেয়া স্ট্যাটাসে হারুন ইজহারকে আটকের বিষয়টি তুলে ধরেন।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে র্যাব-৭-এর জনসংযোগ কর্মকর্তা ফোন ধরেননি।
গত ২৬ মার্চ সহিংসতার ঘটনায় চট্টগ্রামের হাটহাজারীর পটিয়ায় হেফাজতের নেতা-কর্মীদের বিরুদ্ধে ১০টি মামলা হয়। এতে প্রায় ছয় হাজার জনকে আসামি করা হয়। এ পর্যন্ত গ্রেফতার হন প্রায় ৪০ জন নেতা-কর্মী।
সি-তাজ২৪.কম/এস.টি